দেশের দুঃস্থ, অবহেলিত, পশ্চাৎপদ, দারিদ্র্য, এতিম, প্রতিবন্ধী এবং অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত অধিদফতর সমূহের মধ্যে সমাজসেবা অধিদফতর অন্যতম জাতিগঠনমূলক দপ্তর। সমাজসেবা অধিদফতর সাংবিধানিক অঙ্গীকার, দেশের প্রচলিত আইন ও বিধি-বিধান, প্রেক্ষিত পরিকল্পনা, জাতীয় দারিদ্র্য হ্রাসকরণ কৌশলপত্র, ভিশন-২০২১, টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা এবং সরকার অনুসৃত নীতিমালা অনুসরণপূর্বক মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য হ্রাসকরণ , সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অন্যান্য সমাজকল্যাণমূলক কার্যক্রমসমূহ ব্যাপক ও বহুমাত্রিকভাবে বাস্তবায়ন করছে। উপজেলা সমাজসেবা কার্যালয়, নিকলী, কিশোরগঞ্জ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, বেসরকারি এতিমখানার এতিম শিশুদের ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা কর্মসূচির আওতায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তাসহ ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করছে। এ সকল কর্মসূচিতে ২০২1-2022 অর্থ বছরে বিভিন্ন ভাতা, শিক্ষা উপবৃত্তি, আর্থিক অনুদান বাবদ সর্বমোট 29802 জন জন উপকারভোগীর মধ্যে সর্বমোট =9,15,76,800/- (নয় কোটি পনের লক্ষ ছিয়াত্তর হাজার আটশত ) টাকার আর্থিক সেবা প্রদান করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়, নিকলী, কিশোরগঞ্জ অত্র উপজেলার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমুহের যাবতীয় কার্যাবলি তদারকি করে। সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন অনুদান বিতরণ, স্বাবলম্বী হওয়ার জন্য ঋণ প্রদান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। রোগী কল্যাণ সমিতির মাধ্যমে দরিদ্র ও অসহায় রোগীদের বিনা মূল্যে ঔষধ ও চিকিৎসা সহায়ক উপকরণ দেয়া হচ্ছে। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার, ক্র্যাচ, সাদাছড়ি, হেয়ারিং এইড ইত্যাদি উপকরণ বিতরণ করা হয়। তাছাড়া অত্র কার্যালয় হতে প্রতিবন্ধীতা শনাক্তকরণ জরিপের মাধ্যমে শনাক্তকারী ডাক্তারের প্রত্যয়ন সাপেক্ষে প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়পত্র হিসেবে ‘সুবর্ন নাগরিক’ কার্ড প্রদান করা হয়। তাছাড়াও উপজেলা সমাজসেবা কার্যালয়, নিকলী বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক ও মাদক বিরোধী আন্দোলনসহ অন্যান্য জনসচেতনতামূলক সামাজিক কার্যক্রম সার্থকভাবে বাস্তবায়ন করছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস