Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

দেশের দুঃস্থ, অবহেলিত, পশ্চাৎপদ, দারিদ্র্য, এতিম, প্রতিবন্ধী এবং অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত অধিদফতর সমূহের মধ্যে সমাজসেবা অধিদফতর অন্যতম জাতিগঠনমূলক দফতর। সমাজসেবা অধিদফতর সাংবিধানিক অঙ্গীকার, দেশের প্রচলিত আইন ও বিধি-বিধান, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য মাত্রা, জাতীয় দারিদ্র হ্রাসকরণ কৌশলনপত্র, টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা এবং সরকার অনুসৃত নীতিমালা অনুসরণপূর্বক মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য হ্রাসকরণ , সামাজিক নিরপত্তা সেবা এবং অন্যান্য সমাজকল্যাণমূলক কার্যক্রমসমূহ ব্যাপক ও বহুমাত্রিক ভাবে  বাস্তবায়ন করছে।

জাতীয় উন্নয়ন কার্মসূচিকে বেগবান করার লক্ষ্যে ১৯৭৪ সালের মার্চ মাসে তৎকালীন সরকার ১৯টি জেলার ১৯টি থানায় পলস্নী সমাজসেবা কার্যক্রম চালু করেন। বর্তমানে দেশের প্রতিটি উপজেলায় সরকারের একটি গুরম্নত্বর্পূণ বিভাগ উপজেলা সমাজসেবা কার্যালয় পলস্নী সমাজসেবা কার্যক্রম(আরএসএস), সমুদমুক্ত ক্ষুদ্রঋণ,পলস্নী মাতৃকেন্দ্র(আরএমসি), দগ্ধ ও প্রতিবন্ধী পূনর্বাসন কার্যক্রম ইত্যাদি ঋণকার্যক্রম বাসত্মবায়ন করছে। তাছাড়াও উপজেলা সমাজসেবা কার্যালয় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, এতিম শিশুদের ক্যাপিটেশন গ্র্যান্ট, প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তার আওতায় দলিত ,হরিজন, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি এবং দলিত,হরিজন ও বেদে জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান করে গ্রামীন জনগোষ্টীর আর্থসামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নে গুরম্নত্বপূর্ন ভূমিকা পালন করছে এবং মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদানসহ সরকার কর্তৃক ন্যস্ত বিভিন্ন দায়িত্ব ও কর্মসূচি বাস্তবায়ন করছে।